অনার্স ১ম বর্ষের(২০২২-২৩) পরীক্ষার্থীরা,
আসুন ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের নিয়মাবলী জেনে নিইঃ
- 🔹জাতীয় বিশ্ববিদ্যালয় এর নিয়ম অনুযায়ী, অনার্স ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের জন্য সকল বিষয়ে(৬টি) উপস্থিত থেকে কমপক্ষে ৩টি বিষয়ে পাশ করতে হবে।
- 🔹শুধুমাত্র যে কোন ১টি বিষয়ে অনুপস্থিত থাকলে, বাকি অন্যান্য সব বিষয়ে পাশ করলে Conditional Promotion পাবেন। তবে একাধিক বিষয়ে অনুপস্থিত থাকলে পাবেন না।
- 🔹একের অধিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে ফলাফল Not-Promoted আসবে। Not-promoted হলে প্রমোশন পাবেন না। আপনার ১ শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে পরবর্তী সেশনে পুনঃভর্তির ফি দিয়ে, ফরম পূরণ করে ১ম বর্ষে পরীক্ষা দিতে হবে।
- 🔹এক বা একাধিক বিষয়ে Fail প্রাপ্ত হলে, রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদের মধ্যে পরীক্ষা দিয়ে কমপক্ষে D গ্রেডে উন্নীত করতে হবে।
- 🔹Fail না থাকলে, চাইলে C,D প্রাপ্ত যেকোনো সর্বোচ্চ ২টি সাবজেক্ট এ ইমপ্রুভমেন্ট দিতে পারবেন। C+ বা এর বেশি থাকলে ইমপ্রুভমেন্ট দেওয়া যাবে নাহ।
📖 ১০০ মার্কের মধ্যে ৪০ পেলে পাশ। ৪ ঘন্টা পরীক্ষা হবে।
✔৮০ মার্কের পরীক্ষা হবে। খাতায় ৩২ পাইতে হবে।
✔২০ মার্ক ইনকোর্স পরীক্ষায়, যা আপনার কলেজের হাতে।
*তত্বীয় ও ইনকোর্স মিলে ৪০ পেলেই পাস বললেও, বাস্তবে এটার প্রয়োগ দেখছি না! আলাদা পাস ধরে পরীক্ষা দিবেন।