অনার্স ১ম বর্ষের(২০২২-২৩) পরীক্ষার্থীরা,
আসুন ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের নিয়মাবলী জেনে নিইঃ

📖 ১০০ মার্কের মধ্যে ৪০ পেলে পাশ। ৪ ঘন্টা পরীক্ষা হবে।

✔৮০ মার্কের পরীক্ষা হবে। খাতায় ৩২ পাইতে হবে।

✔২০ মার্ক ইনকোর্স পরীক্ষায়, যা আপনার কলেজের হাতে।

*তত্বীয় ও ইনকোর্স মিলে ৪০ পেলেই পাস বললেও, বাস্তবে এটার প্রয়োগ দেখছি না! আলাদা পাস ধরে পরীক্ষা দিবেন।